1 viewer
Jete Pari Lyrics
তোমায় রেখে দিয়েছি তো মনের ভিতরে আবার
আমার এ দেহ আর কারো নয়
তোকেই তো সব দিয়ে দিয়েছি আমার
তবু তুই সুখে রইলি না আর
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[Chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
[Bridge]
(প্রভুর সাথে যদি কথা বলা যায় তাহলে
মনের মানুষের সাথে এত অভিমান?)
[Pre-Chorus]
মান আর করিস না
মন আমার আর
নিতে পারে না তোর অভিমান
তাই আমি কেঁদে রই
প্রভুর কাছে সারা রাত
[Chorus]
তোমায় রেখে আমি
কই যেতে পারি?
তোমায় রেখে যেতে পারি?
About
Have the inside scoop on this song?
Sign up and drop some knowledge
Q&A
Find answers to frequently asked questions about the song and explore its deeper meaning
Credits
Producer
Writer
Tags
Comments